জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি ) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে করে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
বিইআরসি জানিয়েছে, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে এটি কিনতে হবে ১ হাজার ৪০৩ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৪৩১ টাকা। নতুন এই দাম ১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
সোমবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিইআরসি বলেছে, দাম হালনাগাদ করার পর থেকেই এটি কার্যকর ধরা হবে।
শুধু এলপিজি নয়, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। এখন প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য ৬৪ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ প্রতি লিটারে ১ টাকা ২৭ পয়সা কমানো হয়েছে।
এর আগে ৪ মে মাসেও এলপিজির দাম ১৯ টাকা কমানো হয়েছিল। আর ৬ এপ্রিল দাম অপরিবর্তিত রাখা হয়। মার্চ মাসে অবশ্য ২৮ টাকা কমানো হয়েছিল। তবে তার আগের মাস, ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়ানো হয়েছিল, তখন সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৪৭৮ টাকা।