দিনাজপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। দিনাজপুরের বিরামপুর স্টেশনের প্ল্যাটফরমে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে নামাতে গিয়ে মো: গোলাম রব্বানী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিরামপুর স্টেশনের ২নং প্ল্যাটফরমে এ ঘটনাটি ঘটে। নিহত গোলাম রব্বানী নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো: মনোয়ার হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী জয়পুরহাট কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার সকালে বাড়িতে যাওয়ার সময় ভুলবসত জয়পুরহাট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে না দাঁড়ালে গোলাম রব্বানী ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে প্ল্যাটফরমের নিচে পড়ে তার দেহ থেঁতলে যায়। পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরে চলন্ত ট্রেন থেকে নামার সময় কলেজছাত্র নিহতের বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নূরুল ইসলাম জানান, বিরামপুর স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ বিরামপুর রেলওয়ে স্টেশন এবং বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। নিহত গোলাম রব্বানীর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।