প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “দেশে আজও ভোটাধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। কমিশন একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে নির্বাচন বিটের সংগঠন আরএফইডির আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,“রাতের ভোটের অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন? এটা দুঃখজনক। আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যেখানে এই ধরনের বিতর্ক থাকবে না।”
নাসির উদ্দিন বলেন, “নির্বাচন শুধু নির্বাচন কমিশনের কাজ নয়। এটি রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ ভোটারের সম্মিলিত দায়িত্ব।” এজন্য সংশ্লিষ্ট সবাইকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
দিনের শুরুতে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কানাডীয় দূত জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন বলে জানান সিইসি।
সিইসি প্রধান বলেন,“তারা চায় এ দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। আমরাও তা চাই। তাই দেশি-বিদেশি পর্যবেক্ষকরা যেন নির্ভয়ে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিতে আমরা কাজ করছি।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে এবং বিভিন্ন ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে।
সিইসি স্পষ্ট করে বলেন, গত তিন জাতীয় নির্বাচনকে বৈধতার ‘সার্টিফিকেট’ দেওয়া কিছু বিদেশি পর্যবেক্ষকদের এবার পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।