বগুড়ার ধুনটে বিরল প্রজাতির একটি দলছুট মুখপোড়া হনুমান খাবারের খোঁজে বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে যমুনা নদীর বাঁধসংলগ্ন ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভুতবাড়ি গ্রামের আশপাশে হনুমানটিকে বিচরণ করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, হনুমানটি একাকী ও দলছুট। পরিবেশ বিপর্যয় এবং খাদ্য সংকটের কারণেই লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কখনও আমগাছের ডাল বেয়ে, কখনও বাড়ির টিনের চালের ওপর ছুটে বেড়াচ্ছে প্রাণীটি। হনুমানটির উপস্থিতিতে একদিকে যেমন কৌতূহলী জনতার ভিড় জমেছে, অন্যদিকে আতঙ্কও ছড়িয়েছে এলাকায়।
ভান্ডারবাড়ি গ্রামের বাসিন্দা নাহিদ ইসলাম বলেন, “দক্ষিণ দিক থেকে হনুমানটি হঠাৎ করে আমাদের এলাকায় আসে। খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। বারবার মাটিতে নামার চেষ্টা করছিল, কিন্তু মানুষের ভিড় দেখে আবার দৌড়ে ঘরের চালে কিংবা গাছের ডালে আশ্রয় নিচ্ছিল।”
স্থানীয় এক শিক্ষক জানান, হনুমানটি অত্যন্ত শান্ত স্বভাবের। এখন পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি। “প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ায় এবং বনভূমি উজাড়ের ফলে বন্য প্রাণীর অস্তিত্ব সংকটে পড়েছে। তাই খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে তারা। তবে এসব প্রাণী সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান, হনুমানটির নিরাপত্তা নিশ্চিত করতে ও সংরক্ষণের উদ্যোগ নিতে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এদিকে, এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক ইত্যাদি দিয়ে হনুমানটিকে খাবার দেওয়ার চেষ্টা করছে। প্রাণীটি যা দেওয়া হচ্ছে, তা সাবধানে গ্রহণ করছে এবং বেশিরভাগ সময় টিনের চাল বা গাছের ডালে অবস্থান করছে।