ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দু’জন যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস জেলার ভাঙ্গাগামী আলিম মিম নামের আরেকটি যাত্রীবাহী লোকাল বাসকে ধাক্কা দিলে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে বাসটির দু’জন যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনস্থলে এস ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফল আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দু’জনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।