নরসিংদীর সদরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার (০৯ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া চাকশাল এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চাকশাল এলাকার মাঠে ধান কাটার সময় মো: কবির মিয়া নামে এক শ্রমিক এবং পাশের মাঠে ফুটবল খেলা অবস্থায় বিজয় (১২) নামে এক স্কুল শিক্ষার্থী বজ্রপাতে মারা যান।
এ সময় গুরুতর আহত হয়েছেন ধানকাটার আরও এক শ্রমিক মো: সিরাজ মিয়া ও আরেক ফুটবল খেলা শিশু সৌরভ (১০)। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত কবির মিয়া পাঁচদোনা ইউনিয়নের চাকশাল বোনদের গাও গ্রামের মো: আমির ইসলামের ছেলে ও শিক্ষার্থী বিজয় বাটপাড়া গ্রামের মো: তাহের আলীর ছেলে। বিজয় স্থানীয় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
নরসিংদীর সদরে বজ্রপাতে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, বজ্রপাতের ঘটনায় চাকশাল এলাকায় ২ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ২ জন।