শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: আবু বক্কর ভুঁইয়া পায়েল (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলভিটা এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ভুঁইয়া পায়েল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার মো: আবু ইউসুফের ছেলে। তিনি পূর্বাচল আমেরিকান সিটির ডেপুটি ম্যানেজার ছিলেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রিপন কুমার হাওলাদার জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে সোনারগাঁ থেকে মোটরসাইকেযোগে উপজেলার পূর্বাচল আমেরিকান সিটির দিকে যাচ্ছিলেন আবু বক্কর।

পথে মধ্যে নীলভিটা এলাকায় পৌছাঁলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ