নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে কয়েলের আগুনে লক্ষাধিক টাকার ৮টি খাসি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী গ্যাসলাইন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার রুপালি বেগম ঘুম থেকে উঠে হঠাৎ দেখতে পায়, তার খাসির খামারে আগুন জ্বলছে। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে লক্ষাধিক টাকা মূল্যের ৮টি খাসি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খামারে আগুন লাগার বিষয়ে আদমজী ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: আব্দুল হাই জানান, শনিবার মধ্যরাতে আদমজী গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের খাসির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই খামারের ৮টি খাসি পুড়ে গেছে। মশার তারানের কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।