নোয়াখালী সদরে ট্রাকচাপায় দু’জন শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই-বোন। এ ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামিয়া সড়কের বৈকণ্ঠপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ন্যার্যার ভাঙতি গ্রামের মো: সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ আরাফাত (৫)। তারা দুজনই স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে আবুল কালাম শ্বশুর বাড়িতে যায়। এরপর সেখান থেকে সাইকেলে করে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে মধ্যে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামিয়া সড়কের বৈকণ্ঠপুর গ্রামের ভূঞা বাড়ির সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন শিশুর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালাম। পরে স্থানীয়র তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সুধারম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ব্যাপারে পরর্বর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।