পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে মো: শাহাদাত হোসেন মনা নামে এক ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (০৭ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত শাহাদাত নগরীর ৩০ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা ছিলেন। তার বাড়ি মীরসরাই। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন নগরীর রিয়াজুদ্দিন বাজারের পাখি গলিতে যান পাখির খাবার কিনতে। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজনের সাথে তার বাকবিতণ্ডা হয়।
এর একপর্যায়ে পাখির খাবারের দোকানে ঢুকিয়ে শাটার বন্ধ করে শাহাদাতকে অন্তত ১০ জন এলোপাতাড়ি মারপিট করে। এরপর তার পায়ের রগ কেটে দেয় এবং পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান শাহাদাত। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, জনি, জুয়েল ও সফিকুলসহ মোট ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র শাহাদতকে হত্যা করেছে। এক যুবলীগ নেতার মদদে সন্ত্রাসীরা শাহাদতকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ছাত্রলীগ নেতাকে হত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবাইদুল হক জানান, নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে ২ গ্রুপের মধ্যে কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামি ও নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।