রাজধানীর মিরপুরে সকালে প্রকাশ্যে গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ‘মাহমুদ মানি এক্সচেঞ্জ’-এর মালিক মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর-১০ এর আব্দুল বাতেন সড়কে এই ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধ মাহমুদুল ইসলাম জানান, প্রতিদিনের মতোই তিনি বাসা থেকে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে মিরপুর স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি জায়গায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তার পথ আটকায়
ওই সময় তারা টাকার ব্যাগ চাইলে তিনি বাধা দেন। তখনই এক দুর্বৃত্ত কোমরের বাঁ পাশে গুলি করে। পরে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে “স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানিয়েছেন আহত মাহমুদ।
ঘটনার পরপরই মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, “এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
পুলিশের একটি সূত্র জানায়, আহত ব্যবসায়ীর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। বর্তমানে তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবারসহ বসবাস করছেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনে-দুপুরে জনবহুল এলাকায় এমন ছিনতাই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন অনেকেই।