প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পাঁচ জেলায় জনসভায় ভাষণ দেবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ ৫ জেলায় জনসভায় ভাষণ দেবেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জনসভাগুলোতে ভাষণ দেবেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো ১ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের লালমনিরহাট ও পঞ্চগড়, রাজশাহীর পাবনা ও নাটোর এবং চট্টগ্রামের খাগড়াছড়ির নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
গত বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে জনসভার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি প্রচার শুরু করেন।