রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।
গ্রেপ্তারকৃতরা হলেন, আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), ও আল আমিন সানি (১৯)। পুলিশ জানায়, দুপুর ২টায় তাদের আদালতে হাজির করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার কথা জানায়।
তবে মীমাংসার পরপরই ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ৩০-৪০ জনের একটি দল পারভেজকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পারভেজের মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এরপর রাত ১০টার দিকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামে দাফন সম্পন্ন হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার দিবাগত রাতে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়। তবে মামলায় ঘটনাস্থলে উপস্থিত থাকা ‘কথিত প্রেমিকা’র পরিচয় শনাক্ত হলেও তার নাম উল্লেখ করা হয়নি।
মামলার উল্লেখ্য আসামিরা হলেন, মেহেরাজ ইসলাম (২০), আবু জহর গিফফারি পিয়াস (২০), মো. মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।