জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে এক ছাত্রী প্রেমিককে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে এই ঘটনা ঘটেছে।
নিহত তাকিয়া তাসনিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) ছাত্রী ছিলেন। তিনি তারামন বিবি হলের ৮ম তলার ৭০০৫ নং কক্ষে থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্পর্কের মনোমালিন্যের জেরে কক্ষের দরজা বন্ধ করে প্রেমিককে ভিডিওকলে রেখেই তাকিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় তাকিয়ার প্রেমিক হলের অন্যরুমে থাকা তার বান্ধবীদের ফোন করে দ্রুত কক্ষে গিয়ে তাকে উদ্ধার করতে বলে।
তবে তারা সময়মতো কক্ষের দরজা ভাঙতে ব্যর্থ হন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকিয়াকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর সিদ্দিক জানিয়েছেন, নিহত ছাত্রীর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।