ফের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বোমা হামলার হুমকি এসেছিল বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তল্লাশি করে হুমকিস্বরূপ কিছু পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে, বুধবার ২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ার একটি নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকির বার্তাটি আসে। পরে বিমানবন্দরে রাত আড়াইটা পর্যন্ত তল্লাশি চালানো হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমে বলেন, ফের বোমা হামলার হুমকির বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সকল বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং চালানো হয় তল্লাশি। তবে হুমকির কোনও সত্যতা না পাওয়ায় গতকাল রাত আড়াইটার দিকে নিরাপত্তা তল্লাশি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন তিনি।