ফ্যাসিবাদের দোসরদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সদ্য নিয়োগ প্রাপ্ত উপদেষ্টাদের বিষয়ে তিনি বলেন, যারা দেশের আলেম-ওলামাদের নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, জুডিশিয়ালিতে যারা ফ্যাসিবাদের দোসরদের থেকে পারপাস সার্ভ করেছে তাদের আর উপদেষ্টা হিসাবে পদে থাকার কোনও নৈতিক অধিকার থাকতে পারে না।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে জমায়াত ইসলামীর জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক গোলাম পরওয়ার সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে গত এক বছরে যেসব সরকারি-কর্মকর্তা ও কর্মচারীরা দেশের জনগণের সার্ভ করেছে তাদের মধ্যে অন্তত সাড়ে ৭ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই ফ্যাসিবাদের দোসর ছিল। এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই দেশের জনগণের ট্যাক্সের টাকায় লালিত গোয়েন্দা তথ্যের বিনিময়ে সত্য তথ্য গ্রহণ করুন।