বগুড়ায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তুফান সরকার বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তিনি বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। শহরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ভাই তুফান সরকার। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণসহ ২১টি মামলা রয়েছে। ২০১৭ সালে ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছিলেন তুফান সরকার।
বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা জানান, গ্রেফতারকৃত তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ৫টি হত্যাসহ ২১টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।