শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বগুড়ায় কারাগারে আরও এক আ. লীগ নেতার মৃত্যু

বিশেষ সংবাদ

বগুড়ায় কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন মিঠু (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শজিমেক হাসপাতালে মার যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।

নিহত আব্দুল মতিন মিঠু বগুড়ার গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন।

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে গত ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু। গতকাল রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভারে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে তাকে ভর্তি করা হয়৷ সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন সেখানকার কর্তব্যরতা চিকিৎসকেরা। এরপর সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ