বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
আটককৃত কনস্টেবল রুহুল আমি শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড ছিলেন। বর্তমানে বগুড়া পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।
জানা গেছে, রুহুল আমিন নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে শাজাহানপুর থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় নিশ্চিন্তপুর এলাকার অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে রুহুল আমিন পুলিশ হেফাজতে আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”