বগুড়ার সারিয়াকান্দিতে ফার্মেসিতে বসে নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার, অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুলাই) রাতে উপজেলার হিন্দুকান্দি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অংশ নেন।
জানা যায়, ওই এলাকার উত্তরন ফার্মেসিতে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন হারুনুর রশিদ নামের এক ব্যক্তি। যদিও তিনি কোনো এমবিবিএস ডিগ্রিধারী নন, তবুও নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে প্রেসক্রিপশন করতেন, এমনকি রোগীদের বিভিন্ন এন্টিবায়োটিকও লিখে দিতেন তিনি।
আরও জানা যায়, উক্ত ফার্মেসির ড্রাগ লাইসেন্সও দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। এসব অনিয়মের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি তাকে অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়। পরে হারুনুর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, “ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে।”