বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়েছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরারাতে বাড়ির দেয়ালে লিখে এই হুমকি দেয়া হয়। এতে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।
সমন্বয়ক সায়েম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সমন্বয়ক সায়েম গণমাধ্যমে বলেন, ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা পাঁয়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। গতকাল মধ্যরাতে আমার বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লিখে হুমকি দেয়া হয়। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দেওয়ার সম্ভাবনা আছে। তাই দ্রুত ঘটনা উদঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি করছি।
বগুড়ায় সমন্বয়ককে হুমকি বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে যারা জড়িত তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।