বগুড়ার শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণের মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল মজিদ শাহবন্দেগী ইউনিয়নের গরেরবাড়ি গ্রামের আব্দুল সোবাহানের ছেলে এবং ইউনিয়ন প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক।
গত ২০২৪ সালের ১৭ জুলাই কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহনের সময় শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় অন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় ০২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে রিফাত সরকার (২২) বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক এমপি মো: মজিবর রহমান মজনু, সাবেক এমপি মো: হাবিবর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনিসহ ১৪২ জনের নাম উল্লেখ করা হয়।
শেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আব্দুল মজিদ এই মামলার এজাহারভুক্ত আসামী। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।