মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসায় ৩টি পদে নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে, শনিবার (২৭ এপ্রিল) উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসায় গেলে এসব অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, পূর্ব নির্ধারিত প্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও নিয়োগ পরিক্ষার আগেই উত্তর সরবরাহ করারও অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষা শেষ হওয়ার আগেই ল্যাব সহকারী পদে ১৫ লক্ষ টাকার বিনিময়ে শাহাদাৎ হোসেনকে, সহকারী সুপাররিনটেনডেন্ট পদে ১৮ লক্ষ টাকার বিনিময়ে সেলিনা পারভীনকে ও অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে ২৫ লক্ষ টাকার বিনিময়ে হানজালা আকন্দকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তারা। এসব প্রার্থীদের মধ্যে একজনের পিতা টাকা দেওয়ার কথা স্বীকারও করেছেন। এসব কারনে অধিকাংশ আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহন করেননি।

মাদ্রাসা অফিস সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১ নভেম্বর ল্যাব সহকারী ও সহকারী সুপাররিনটেনডেন্ট পদে ২ জন এবং ৩ ডিসেম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে ১ জন নিয়োগের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর নির্ধারিত সময়ে ল্যাব সহকারী পদে ১২ জন, সহকারী সুপাররিনটেনডেন্ট পদে ১১ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে ১৩ জন আবেদন করেন।

তাদের মধ্য থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২৭ এপ্রিল প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ল্যাব সহকারী পদে ৬ জন, সহকারী সুপাররিনটেনডেন্ট পদে ৭ জন ও অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে ৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন

সহকারী সুপাররিনটেনডেন্ট পদে আবেদনকারী আব্দুল মান্নান বলেন, এই পদে নিয়োগের জন্য আমি মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে ১০ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু একজন মহিলা আমার চেয়েও বেশি টাকা দিতে রাজি হয়েছেন। তাই তাকেই নিয়োগ দেওয়া হবে। এজন্য আমি নিয়োগ পরীক্ষা দিতে যাইনি।

ল্যাব সহকারী আবেদনকারী আরমান হোসেন বলেন, নিয়োগ পরীক্ষার আগে মাদ্রাসার সুপাররিনটেনডেন্ট ও সভাপতি আমার কাছে ১০ লক্ষ টাকা চাইলে আমি রাজি হইনি। নিয়োগ পরীক্ষার আগেই শাহাদৎকে উত্তর সরবরাহ করা হয়েছে। এছাড়া পরীক্ষার হলে তাকে লিখতে সহযোগীতা করা হয়েছে। এজন্য আমি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি নাই।

পরীক্ষা শুরুর থেকে শেষ পর্যন্ত এসকল বিভিন্ন অভিযোগ নিয়ে গণমাধ্যম কর্মীরা কয়েক দফায় বিভিন্ন নিয়োগ কমিটির সাথে কথা বলেন। তবে নিয়োগ কমিটি সকল অভিযোগ অস্বীকার করে। পরীক্ষার ফলাফল আসে তিনটি পদের একজনকে নির্বাচিত করা হয়েছে। বাকি দুটি পদে নিয়োগ স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আবু সাইদ সরকার বলেন, কাক্সিক্ষত যোগ্য প্রার্থী না থাকায় সহকারী সুপাররিনটেনডেন্ট ও অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। ল্যাব সহকারী পদে শাহাদাৎ হোসেনকে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে পূর্ব থেকেই টাকার বিনিময়ে নিয়োগ প্রচারে থাকা শাহাদাৎ হোসেন নির্বাচিত হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির ভাগিনা হওয়ার কারণে তার নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মির্জা এম এ মালেক বলেন, শাহাদৎ আমার দূরসম্পর্কের আত্মীয়। কারও সাথে কোন টাকা লেনদেনের করা হয়নি।

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের বিষয়ে মৌখিক অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, মাদ্রাসায় নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি না থাকার কারণে আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না। তবে কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মালায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে...

জনপ্রিয়

অপরাধ

ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার তারেক রহমানের

ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার তারেক রহমানের ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে একটি নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির...

সাবেক সংসদ সদস্য আজিজ কলাবাগান থেকে গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাব-২। সোমবার (০৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত...

শেরপুরে গভীর রাতে ট্রাকযোগে চুরি! তদন্ত শুরু

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকাবাজার এলাকায় ট্রাকযোগে মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিনের দোকানে এ ঘটনা...

ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার তারেক রহমানের

ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার তারেক রহমানের ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে...

সাবেক সংসদ সদস্য আজিজ কলাবাগান থেকে গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাব-২। সোমবার (০৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা...

শেরপুরে গভীর রাতে ট্রাকযোগে চুরি! তদন্ত শুরু

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকাবাজার এলাকায় ট্রাকযোগে মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে স্থানীয়...

শেরপুরে মাটি খননের নামে ধ্বংসযজ্ঞ! প্রশাসনের অভিযানে আসামি উধাও

বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া তালপুকুর এলাকায় অবৈধভাবে ৩০ ফিট গভীর করে মাটি খননের ঘটনায় স্থানীয় বসতবাড়িগুলো হুমকির...

মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে...