বগুড়া-৭ আসনে স্বাধীনতার পর প্রথমবারের মতো নৌকা প্রার্থীর জয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতীকে বিশাল ব্যাবধানে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরকার বাদল। স্বাধীনতার ৫৩ বছর পর আওয়ামী লীগের কোনো প্রার্থী এই প্রথম আসনটিতে প্রথম জয়লাভ করলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ার কারনে আসনটি বিএনপি’র দখলে ছিল।
বগুড়া-৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতিকে ৯১ হাজার ২৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাবেক বিএনপি নেতা সরকার বাদল ঈগল প্রতীকে মাত্র ২ হাজার ৫৯৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে ডা. মোস্তফা আলম নান্নু, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে ডা. মেহেরুল আলম মিশু, জাতীয় পার্টির লাঙল প্রতীকে এটিএম আমিনুল ইসলাম, জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকে আব্দুল মজিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল প্রতীকে আব্দুর রাজ্জাক, ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে ফজলুল হক,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকে নজরুল ইসলাম মিলন, চার্জার লাইট প্রতীকে আমজাদ হোসেন, কেটলি প্রতীকে নজরুল ইসলাম, ঈগল প্রতীকে সরকার বাদল, আবারও ট্রাক প্রতীকে বর্তমান এমপি রেজাউল করিম বাবলু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নোঙ্গর প্রতীকে মো: রনি।