রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন নারী পোশাকশ্রমিক। সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবাদে দুই গার্মেন্টস কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এসময় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বনানী, মহাখালী ও গুলশানে যান চলাচল প্রায় বন্ধ ছিল। মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও এ সময় তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর ধীরে ধীরে সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়েতে যানজট কমে আসে।
নিহত গার্মেন্টস কর্মীর নাম মিনারা আক্তার। আহত গার্মেন্টস কর্মীর নাম সুমাইয়া আক্তার। তাবে গুরুতর অবস্থ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে, তা এখনও জানা যায়নি।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার জানান, বনানীতে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।