পটুয়াখালীতে সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ জন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ওয়ারেন্ট অফিসার মো: মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর মেজর (অবসরপ্রাপ্ত) পরিচয় দেওয়া ব্যক্তির নাম মো: সালাহউদ্দিন আহমেদ (৫৫)। তিনি দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মো: সোনামুউদ্দিন হাওলাদারের ছেলে।
সেনা ক্যাম্পে আটক অন্যান্যরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে মো: জসিম হাওলাদার, দুমকি উপজেলার ঝলিশা গ্রামের মো: আব্দুল আউয়াল খানের ছেলে মো: রেজাউল করিম ও আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামের মো: শাহজাহান হাওলাদারের ছেলে মো: আব্দুল্লাহ আল মামুন
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালীর জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত অস্থায়ী আর্মি ক্যাম্পে প্রবেশ করে মো: সালাহউদ্দিন নিজেকে ১৯ নম্বর ফোর্সের অবসরপ্রাপ্ত মেজর অফিসার বলে পরিচয় দেন এবং ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের জন্য অনুরোধ জানান। সালাহউদ্দিনের কথাবার্তা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন তিনি একজন ভুয়া সেনা কর্মকর্তা।
তার সাথে থাকা অন্যরাও একপর্যায়ে নিজেদের ভুয়া সেনা সদস্য বলে স্বীকার করেন। পরে তাদের আটক করে পটুয়াখালী সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।