রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেল আরাকান আর্মি, সীমান্তে উত্তেজনা

বিশেষ সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মফিজুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’।

সোমবার (১০ এপ্রিল) সকালে ওই যুবককে আরাকান আর্মির সদস্যরা তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনার পর থেকেই সীমান্তজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা।

মফিজুর রহমান (২৫) নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ফুলতলী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পিতা প্রয়াত পেঠান বলী। পেশায় তিনি একজন সাধারণ কাঠুরিয়া।

মফিজুরের মা নুরজাহান বেগম অশ্রুসজল নয়নে বলেন, “ঘটনার দিন সকালে সে আমাকে সালাম করে বাগানে কাঠ আনতে গিয়েছিল। ওর নিজের বাগান, নিজের জমি—সেখান থেকেই তাকে তুলে নিয়ে গেছে। আমার ছেলে কোনো দোষ করেনি, সে দিনমজুর মানুষ, গরিব ঘরের ছেলে। ওকে ফিরিয়ে দিন।”

ঘটনার পর থেকেই ফুলতলীসহ আশপাশের গ্রামে তীব্র ক্ষোভ দেখা দেয়। বুধবার সীমান্ত এলাকার একটি স্কুল প্রাঙ্গণে স্থানীয়রা বিক্ষোভ করেন। সেখানে মিয়ানমারের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ এবং মফিজুরের দ্রুত মুক্তির দাবি তোলেন তারা।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম আবু তাহের বলেন, “মুফিজ খুব ভালো ছেলে। কেন তাকে তুলে নিয়ে গেল, বুঝতেই পারছি না। এখন পুরো এলাকা উত্তাল, মানুষ ক্ষুব্ধ। আমরা মুফিজকে দ্রুত ফেরত চাই।”

বিজিবি-১১ অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কপিল উদ্দিন কায়েস জানান,“ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। দুই দেশের সংবেদনশীলতার কারণে কিছুটা সময় লাগছে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, দ্রুত মুফিজকে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা ঠিক নয়। তবে পরিবারকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা: নওগাঁ পলিটেকনিকের হুঁশিয়ারি

ছয় দফা দাবিতে রাজপথে নেমেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। দাবি আদায়ের আগেই...

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা: নওগাঁ পলিটেকনিকের হুঁশিয়ারি

ছয় দফা দাবিতে রাজপথে নেমেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা...

“বাড়াবাড়ি করলে তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় হাজির হওয়া নিয়ে হ্যান্ডকাফ পরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের...