বাগেরহাটে ২০ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজন জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দশানী এলাকার গফুর প্লাজায় অভিযান চালিয়ে জাল নোট কারবারী মো: ফয়সাল ইউনুসকে (৩৫) গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) স্বপন কুমার রায়।
গ্রেফতারকৃত ফয়সাল ইউনুস বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারোদাড়িয়া গ্রামের মো: মহিউদ্দিন শেখের ছেলে।
বাগেরহাটে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১, এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, রমজানের ঈদকে সামনে রেখে ৪ মাস আগে জাল নোট কারবারী ফয়সাল ইউনুস শহরের দশানী এলাকার গফুর প্লাজার ৬ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মেশিনের সাহায্যে বিপুল পরিমান জাল নোট তৈরি করছে এমন খবর পায় জেলা গোয়েন্দা পুলিশ।
পরে আজ বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে জাল নোট কারবারী ফয়সালকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসা থেকে ১ হাজার, পাঁচশত ও দুই শত টাকার জাল নোটের ২০ লাখ জাল টাকাসহ জাল নোট তৈরির মেশিন ও বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়।