রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গেলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন।
শিক্ষার্থীরা তাদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে উপদেষ্টারা বাধ্য হন আশ্রয় নিতে মাইলস্টোন স্কুলের ভেতরে। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি।
জানা যায়, সকাল সাড়ে ১০টার কিছু পর উপদেষ্টারা স্কুলে পৌঁছান। এর কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে দেরি করা হয়েছে, যা পরিস্থিতির সঙ্গে বেমানান। তারা আরও মনে করছেন, দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজদের সংখ্যা গোপন করা হচ্ছে।
ঘটনার প্রতিবাদে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছেন।
দাবিগুলো হলো, দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলা’র অভিযোগে নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ, পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ বিমান চালু, এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও এলাকা পুনর্বিন্যাস।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অংশ নিয়েছে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরাও।