মানবিক করিডর ইস্যুতে সরকার জনগণকে অন্ধকারে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “মানবিক করিডর নিয়ে কোনো স্বচ্ছতা নেই। মানুষ জানেই না আসলে কী হচ্ছে, কী সিদ্ধান্ত হয়েছে বা হতে যাচ্ছে।”
মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, “মানবিক করিডর জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। অথচ জনগণের সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়া সরকার নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, যেন ইচ্ছে করে সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে।”
এসময় তিনি আরও বলেন, “আগামী দিনে পানিবণ্টন চুক্তি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়, তা নিশ্চিত করতে হবে পরবর্তী সরকারকেই। ভারত সরকার এখন নড়েচড়ে বসেছে—কারণ তারা দেখছে, ন-বাংলাদেশ বাধ নির্মাণ প্রকল্পে এগিয়ে আসছে।”
নেতৃত্বহীনতা আর গোপন চুক্তির অভিযোগ তুলে বিএনপির এই সিনিয়র নেতা সরকারের কঠোর সমালোচনা করেন। তাঁর দাবি, “এই সরকার দেশের স্বার্থ নয়, বরং অন্যের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।”