টাঙ্গাইলের মির্জাপুরে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (০৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা বৈরাম খানের লেবু বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার সাফর্তা এলাকার সেলিম খানের ছেলে মো: রাকিব খান (২৪) ও লালমনিহারটের কালিগঞ্জ উপজেলার পাখাতি গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো: বাদশা মিয়া (৩৭)।
জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার বৈরাম খানের লেবু বাগানে অভিযান চালায় মির্জাপুর থানার একটি টিম । এসময় পুলিশকে দেখে মাদক ব্যাবসায়ী বাদশা মিয়া ও রাকিব খান দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বাজারের ব্যাগে ভর্তি ৯৪ বোতল ফেন্সিডিলস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, আজ সকালে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোয় হয়েছে বলে জানান তিনি।