মেম্বারের দেওয়া খিচুড়ি খেয়ে পাঁচ শতাধিক গ্রামবাসীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। নরসিংদীর মনোহরদী উপজেলায় মসজিদে নামাজের পর বিতরণ করা খিচুড়ি খেয়ে পাঁচ শতাধিক নারী ও পুরুষ জ্বর, বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর, পূর্ব রামপুর, নূর আহমদপুর, চরসাগরদী, তাতারকান্দা, জীবকায়া, কানারাবাড়ী, পাড়াতলা এলাকায় জুমার নামাজের পর মসজিদে বিতরণ করা খিচুড়ি খেয়ে গ্রামবাসীরা অসুস্থ হয়েপড়েন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা: সেলিনা বেগম বিভিন্ন গ্রামের প্রায় ১৬টি মসজিদের মুসল্লিদের মাঝে খিচুড়ি বিতরণ করেন। প্যাকেট করা এ খিচুড়ি গুলো অধিকাংশ মুসল্লিরা বাড়িতে নিয়ে যায়। পরে যারা এ খিচুড়ি খেয়েছেন তাদের অধিকাংশই জ্বর, বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এতে শিশুসহ প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অনেক জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নারী ইউপি সদস্য সেলিনা বেগম জানান, আমার মানত ছিল নির্বাচনী এলাকার সব মসজিদের মুসল্লিদের খিচুড়ি খাওয়াবো। সেই জন্য বাবুর্চি দিয়ে নিজ বাড়িতে খিচুরি রান্না করে সকলের মাঝে বিতরণ করা হয়। গ্রামবাসীদের অসুস্থ হওয়ার খবর পেয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে কেন এমন হলো সেটা বুঝতে পারছি না।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রাশেদুল হাসান মাহমুদ জানান, মেম্বারের দেওয়া খিচুড়ি খেয়ে খিচুড়ি খেয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। খাদ্যে বিষক্রিয়ায় তারা সাকলে অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখন তারা সবাই ঝুঁকিমুক্ত রয়েছে।