মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাড়াডোব নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যবপাড়া এলাকার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে মেহেরপুর শহর থেকে গাংনী যাওয়ার পথে সদর উপজেলোর গাড়াডোব এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে আইনজীবী রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৩ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের স্বজনরা জানান, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে গাংনির উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুর সঙ্গে যায় রোমানা আক্তার। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।