মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাত জেগে বিভিন্ন মন্দির ও উপাসনালয় পাহারা দিয়েছেন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন পাড়ায় এলাকাবাসীদের উদ্যোগে পাহারার ব্যবস্থাও নেয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এই উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা প্রতিরোধে এই নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়।
বুধবার (০৭ আগস্ট) রাতে শহরের জগন্নাথ দেবের আখড়া, সার্বজনীন দুর্গাবাড়ী, ভৈরব মন্দির, বারোয়াড়ী কালিবাড়ী, শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী, রামকৃষ্ণ মিশন, জগদ্বুন্ধু আশ্রম ও ,ইসকন মন্দিরসহ বিভিন্ন মন্দিরের সামনে পাহারা দিচ্ছেন শ্রীমঙ্গলের বরুনা মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা শহরের বিভিন্ন মন্দিরের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।
পাহারারত শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনার দেশ ত্যাগ করার পর এক শ্রেণির দুর্বৃত্তরা এই সুযোগ নিয়ে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় গুলোতে যাতে হামলা না চালাতে পারে সেজন্য আমরা এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।
শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর. এম. এ. সালাম জানান, শহর ও মন্দিরের নিরাপত্তা ও শৃংখলা রক্ষায় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা কাজ করছে। দেশের আইন-শৃংখলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কাজ করবে।