প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমারা কোনও রাজনৈতিক বক্তব্যে ঢুকতে চাই না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনের জন্য ঘোষণা করা সময়সীমা মাথায় রেখে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপি অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি
বিএনপির পক্ষ থেকে জুলাই-আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে। সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে সিইসি প্রধান বলেন, নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না। সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচনের দিকে এগুচ্ছে ইসি।
তিনিত আরও বলেন, আমরা আইনকানুন, বিধিবিধান, সিস্টেমের মধ্যে থাকব। আমরা চাই যে স্ট্রেট, যাতে সবাই ফ্রি ফেয়াগেম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।
এদিকে, সোমবার (২০ জানুয়ারি) থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কার্যক্রম শুরু হচ্ছে। এ কাজের জন্য ইসিকে ১৭৫টি ল্যাপটপ, ক্যামেরা, স্ক্যানার ও ৪ হাজার ৩০০টি ব্যাগ দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)। আগামীকাল থেকে ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে ৬৫ হাজার লোক কাজ করবে বলে জানিয়েছেন সিইসি প্রধান।