রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মো: আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (০৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খুদে বার্তায় বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
রবিবার দুপুরে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হবে।
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা ও মোহনপুর) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হন আসাদুজ্জামান। তিনি রাজশাহী জেলা আ. লীগের সাবেক সাধারণ-সম্পাদক।