শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

পাবনার সুজানগরে ২টি মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর, ওসি প্রত্যাহার

বিশেষ সংবাদ

পাবনার সুজানগরে মাত্র ৪ দিনের ব্যবধানে ২টি মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে দুর্গাপূজা উদ্‌যাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নিজেদের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপন করার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।

এই ঘটনার পর সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাকিউল আজমকে প্রত্যাহার করা হয়েছে। র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেদের সঙ্গে কথা বলে জানা যায়, “আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এখন প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রঙের কাজ বাকি আছে। এর মধ্যে গত শনিবার গভীর রাতে সুজানগর পৌর এলাকার ঋষিপাড়া বারোয়ারি পূজামণ্ডপে তৈরি করা দুর্গা প্রতিমাসহ ৪টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় লোকজন মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পান।

এরপর গত মঙ্গলবার রাতের আধারে একই এলাকার মানিকদী পালপাড়া বারোয়ারি পূজামণ্ডপে দুর্গা প্রতিমাসহ ৫টি প্রতিমা ভাঙচুর করা হয়। রাতের অন্ধকারে এভাবে প্রতিমা ভাঙচুর হওয়ায় পূজা উদ্‌যাপন নিয়ে তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি থানায় জানানো হলে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত প্রতিমা আবারো মেরামতের কাজ শুরু করে দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের লোকেরা আশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পাশে থাকবেন।”

অপরদিকে পরপর ২টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসেছেন পুলিশ প্রশাসন। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাকিউল আজমকে যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় প্রত্যাহার করা হয়। পাশাপাশি উপজেলার কামালপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো: গোলাম মোস্তফাকে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাবনার সুজানগরে ২টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: কাজী শাহ নেওয়াজ জানিয়েছেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের খবর শুনে প্রত্যেকটি এলাকায় ‍গিয়ে পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলসহ সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তারে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। ওসি প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, আমরা এটাকে প্রত্যাহার বলছি না। জনস্বার্থে তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাশেদুজ্জামান জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আইনগত ব্যবস্থা নিতে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। সেই সাথে প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় জনগণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। আশা করছি সব এলাকায় সুষ্ঠু এবং সুন্দরভাবে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘জুলাই’ নিয়ে গান বানাচ্ছেন তাসরিফ খান

‘জুলাই’ গণ-অভ্যুত্থান নিয়ে গান বানানোর ঘোষণা দিলেন আলোচিত তরুণ গায়ক তাসরিফ খান। ব্যতিক্রমধর্মী এই গানের লিরিক লিখবেন ভক্তরাই, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এমনটাই...

সব ভুলে আবারও এক হলেন হিরো আলম-রিয়ামনি

আত্মহত্যার চেষ্টার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও এক হয়েছেন তার স্ত্রী রিয়ামনি। কয়েকদিন আগেও তাদের সম্পর্কে উত্তেজনা ও বিভেদের...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কুমিলার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেত মন্দির ভাঙচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন, হত্যা, মিথ্যা মামলার প্রতিবাদে ও সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থার দাবিতে বগুড়ার...

‘জুলাই’ নিয়ে গান বানাচ্ছেন তাসরিফ খান

‘জুলাই’ গণ-অভ্যুত্থান নিয়ে গান বানানোর ঘোষণা দিলেন আলোচিত তরুণ গায়ক তাসরিফ খান। ব্যতিক্রমধর্মী এই গানের লিরিক লিখবেন ভক্তরাই, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এমনটাই...

আগামীকাল বগুড়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’, আসছেন কেন্দ্রীয় নেতারা

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ জুলাই) সকাল ৯টায়...

শেরপুরে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কুমিলার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেত মন্দির ভাঙচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন, হত্যা, মিথ্যা মামলার প্রতিবাদে ও সংসদে সংরক্ষিত আসন...

‘জুলাই’ নিয়ে গান বানাচ্ছেন তাসরিফ খান

‘জুলাই’ গণ-অভ্যুত্থান নিয়ে গান বানানোর ঘোষণা দিলেন আলোচিত তরুণ গায়ক তাসরিফ খান। ব্যতিক্রমধর্মী এই গানের লিরিক লিখবেন ভক্তরাই,...

আগামীকাল বগুড়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’, আসছেন কেন্দ্রীয় নেতারা

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ...

বগুড়ায় চাঁদাবাজির সময় জনতার হাতে পুলিশ সদস্য আটক

বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে...

শেরপুরে চীনফেরত যুবক আটক, ৫৪ ধারায় আদালতে প্রেরণ

বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে...

দেশে পিআর পদ্ধতি চালু হলে স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে বাংলাদেশে আর কোনো...