বগুড়া জেলার ১২টি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) দুপুর থেকে পুলিশ সদস্যদের থানায় অভ্যন্তরীণ কাজ করতে দেখা গেছে। তবে পুলিশ এখনো বাইরে টহল দেওয়ার কার্যক্রম শুরু করেনি। আর এ সকল থানায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
দুপুর ১২টার দিকে পুড়ে ভস্মীভূত হওয়া বগুড়া সদর থানা পরিদর্শন করেন বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো: খালেদ আল মামুন। এ সময় জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) মো: জাকির হোসেন উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, আমাদের থানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় তেমন বেশি লোকজন নেই। আমরা থানায় কার্যক্রম শুরু করেছি। তবে আমাদের সব কার্যক্রম অভ্যন্তরীণ।
সোনাতলা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, আমাদের থানায় কার্যক্রম চালু হয়েছে। টহল দেওয়া বাদে সব ধরনের কার্যক্রম চলছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো: জাকির হাসান জানান, বগুড়া জেলার ১২ থানায় কার্যক্রম শুরু করা হয়েছে। থানার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। সদর থানা সম্পুর্ণ পুড়ে যাওয়ায় সেখানে বসার মতো তেমন কোনো পরিবেশ নেই। তাই সদর থানার সকল কার্যক্রম ডিবি কার্যালয়ে চলছে।