শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বগুড়ার শেরপুরে

জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাংচুরসহ উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল মজিদ শেখ বাদি হয়ে সোমবার রাতে শেরপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, ১৯৭৯ সাল থেকে এ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। আদালতের রায় পেয়ে ২০২৩ সালের ১২ মার্চ পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন আব্দুল মজিদ শেখ। হঠাৎ করে শামিম হোসেন ও আব্দুল আলিম বাড়ি নির্মানের কাজ শুরু করেছেন।

তাদেরকে আদালতের রায় নিয়ে এসে বাড়ির কাজ বন্ধ করার কথা বলায় তারা মজিদ শেখের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও বিদ্যুতের মিটার ভাংচুর করে নারীসহ ৬ জনকে আহত করেছে। আহত নাছিম উদ্দিন (৩০), রুবি খাতুন (৩৮), আতিকুর রহমান (২৬), আবুল কালাম আজাদ (৩৭), জিহাদ হোসেন (২৩), আমজাদ হোসেন সহ সকলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মজিদ শেখ বলেন, আমরা দুইদিন যাবৎ অন্ধকারে আছি। আমাদের বাড়ির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তহীনতায় ভূগছি। যেকোন মুহুর্তে আমাদের উপর আবারও তারা হামলা চালাতে পারে।

অন্যদিকে মোখলেছুর রহমান, আব্দুল আলীম ও তোতা মিঞা বাদী হয়ে শেরপুর থানায় পৃথক তিনটি লিখিত অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, ১৯৭৯ সাল থেকে এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত সোমবার শামিম হোসেন ও আব্দুল আলিম বাড়ি সংস্কার করতে নিলে আব্দুল মজিদ সহ বিবাদীরা বাধা দেয় এবং হামলা চালিয়ে নারী সহ ৩ জনকে আহত করেছে। আহত বিউটি খাতুন, মোখলেছুর রহমান ও জামাল শেখ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আদালতের রায় না পাওয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত রাখার কথা বলা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্টের নিউইয়র্কের একটি...

ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো: শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায়...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি...

ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো: শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার...

আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা: হাসনাত

আ.লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।...

পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরলেও, আলুর বাজার চড়া

বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম শুরু করেছে। তবে বাজারে...