বগুড়ার শেরপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি করেছে ডাকাত দল। উপজেলার রানিরহাট সড়কের সুখানগাড়ি এলাকার একটি কলেজের সামনে রবিবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে এলপিজি গ্যাস গাড়ি চালক।
আহত চালক মো: তরিকুল ইসলাম (৪০) নড়াইল জেলার সদর থানার তুলারামপুর এলাকার বাসিন্দা। তিনি এলপিজি গ্যাস গাড়ি চালক। ওই রাতে তিনি এলপিজি গাড়িতে উপজেলা রানিরহাটে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছ, রাত ১২টার দিকে ওই সড়কে একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে গাড়ি চলাচলের বাঁধা সৃষ্টি করে ডাকাত দল। এ সময় ওই এলপিজি গাড়িটি যাওয়ার সময় ডাকাত দলে কবলে পড়ে। ডাকাত দল ওই গাড়ির চালককে বুকে চাকু মেরে অন্তত ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ডাকাত দলের এই কর্মকাণ্ডের সময় ওই সড়কে আরো ৩-৪টি গাড়ি আটকা পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পূর্বেই ডাকাত দল পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তরিকুল ইসলামের বুকের ডানপাশে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার দিবাগত রাতে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তরিকুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শেরপুরে গভীর রাতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানিয়েছেন, তারা আহত ট্রাক চালকের মাধ্যমে জেনেছেন ৭ থেকে ৮ জন এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
খুব ভালো লাগলো আপনাদের কাজ দেখে।আমরা ছোট থেকেই এই সুখানগারি এলাকা নিয়ে প্রচুর ভয়ে ছিলাম এবং এখনো আছি। এর একটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি