শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ সংবাদ

শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (০১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং বেলা ১১ টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা কে এম মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ রব্বানী সানভি, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল প্রমূখ।

বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানের মাধম্য স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই আমরা আজ বহুবছর পর স্বাধীন ও মুক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। এটা আনন্দের কিন্তু উল্লাসের সময় এখনও আসেনি। কারণ অভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের আকাঙ্খা ও চিন্তার পরিবর্তন হয়েছে।

তার সাথে সংগতি রেখে দলের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। ব্যক্তি বন্দনা, শোডাউন কালচার বাদ দিতে হবে। দলের ভিতরে ও বাইরে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের প্রতিহত করতে হবে। এর মধ্যদিয়ে যেদিন দেশের মানুষের জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা যাবে, সেইদিন হবে উল্লাসের দিন। নেতৃবৃন্দ দলের ভিতরে ও বাইরে ভীতি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।’

এদিকে শেরপুর পৌর ও উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যনারে আয়োজিত বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ৪ টার দিকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য ও কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, বিএনপি নেতা রোমান, মাহমুদুল নবী (পিটু), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, তারিকুল ইসলাম সম্রাট, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রাহুমা ইসলাম রিচি, আবু সাঈদ, আলামিন, জিএস সেলিম, ইঞ্জিনিয়ার মামুন প্রমুখ।

বক্তারা বলেন, আজ ১৭ বছর পর স্বাধীনভাবে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছে। তবে আরো স্বতঃস্ফূর্ত ভাবে আরো জাঁকজমক ভাবে এই আয়োজন করতে পারতেন। কিন্তু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আয়োজন ছোটো পরিসরে করে সেই টাকা বন্যার্তদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

তারা বলেন, আগামী নির্বাচনে জনগণের আস্থার জায়গা তৈরী করতে বিএনপি কাজ করছে। শেখ হাসিনার দোসররা এখনও সক্রিয় রয়েছে। তাই বিতাড়িত স্বৈরাচার হাসিনার দোসররা যেন দেশে মানুষে-মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্টের নিউইয়র্কের একটি...

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি...

ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো: শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার...

আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা: হাসনাত

আ.লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা...