গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ শহীদ মো: আবদুল্লাহকে যশোরের বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বেনাপোল হাইস্কুল মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) কাজী নাজিব হাসান। পরে তাকে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষর্থীরাও উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো: আবদুল্লাহ। গতকাল ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএস) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অন্যদিকে, গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যুর সংবাদ পেয়ে গতকাল সকালে অন্তর্বর্তীকালীন সরকারের নৌ, পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন শহীদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন।
ওই সময় বেনাপোল পৌরসভার পক্ষ থেকে শহীদ আবদুল্লাহর পরিবারকে নগদ ২৫ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ২৫ হাজার টাকা সহযোগিতা করা হয়। এছাড়াও বিভিন্নভাবে তাদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।