বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

শেখ মুজিবের জন্য দোয়া চাওয়ায় ওএসডি হলেন গাজীপুর সিটির সচিব নমিতা দে

বিশেষ সংবাদ

মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে।

তবে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একই সঙ্গে চিঠিটি টাইপ করা প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে শোকজ করা হয়েছে

গত ২০ মার্চ নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে মসজিদগুলোতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ ছিল, “আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।”

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরে সংশোধিত চিঠি ইস্যু করা হয়, যেখানে বঙ্গবন্ধুর নামটি বাদ দেওয়া হয়।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে বলেন, “প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তার প্রথম চিঠিটি অন্যান্য ফাইলের সঙ্গে গোলমাল পাকিয়ে তাড়াহুড়ো করে স্বাক্ষর করিয়ে নেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি জানার পর দ্রুত সংশোধিত চিঠিটি ইস্যু করেছি।”

তিনি আরও বলেন, “অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি অনুতপ্ত। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।”

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করার পর নমিতা দে কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়। আজ বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নমিতা দে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। বিগত সরকারের সময় তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৫ আগস্ট তাকে বদলি করা হলেও তা কার্যকর হয়নি, বরং তিনি আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়িত হন।

প্রসঙ্গত. ২০২৩ সালের ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়। তবে তিনি সেখানে যোগ না দিয়ে গাজীপুর সিটি করপোরেশনে বহাল থাকেন।

এই ঘটনাটি প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি নির্দেশনার প্রতি কর্মকর্তাদের দায়িত্বশীলতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। জনসাধারণ ও সংশ্লিষ্ট মহল এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে বিষয়টি আরও বড় বিতর্কে রূপ নেয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সব ভুলে আবারও এক হলেন হিরো আলম-রিয়ামনি

আত্মহত্যার চেষ্টার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও এক হয়েছেন তার স্ত্রী রিয়ামনি। কয়েকদিন আগেও তাদের সম্পর্কে উত্তেজনা ও বিভেদের...

‘ভুল করেছি, এখন দেশের অবস্থা আরও খারাপ’: অভিনেতা পাভেল

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন অভিনেতা সাইদুর রহমান পাভেল। বললেন, ‘ভুল...

জনপ্রিয়

অপরাধ

দেশে পিআর পদ্ধতি চালু হলে স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর...

দেশে ৯ দিনে ধর্ষণের শিকার ২৪ জন : উপদেষ্টা শারমীন মুরশিদ

দেশে মাত্র ৯ দিনে ধর্ষণের শিকার হয়েছেন ২৪ জন। নারী ও শিশু নির্যাতন এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এ যেন এক মহামারি এমন মন্তব্য...

লালমনিরহাটে থানা ঘেরাও করে হামলা, দুই আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন পুলিশ সদস্যের...

দেশে পিআর পদ্ধতি চালু হলে স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না এমন মন্তব্য করেছেন বিএনপির...

দেশে ৯ দিনে ধর্ষণের শিকার ২৪ জন : উপদেষ্টা শারমীন মুরশিদ

দেশে মাত্র ৯ দিনে ধর্ষণের শিকার হয়েছেন ২৪ জন। নারী ও শিশু নির্যাতন এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়,...

লালমনিরহাটে থানা ঘেরাও করে হামলা, দুই আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওসিসহ অন্তত ২০ জন আহত...

আসিফ মাহমুদ আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন: পিনাকী ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী দিনের রাষ্ট্রনায়ক উঠতে পারেন বলে জানিয়েছেন লেখক ও অনলাইন...

শেরপুরে সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরোজের নির্বাচনী প্রচারণার...

বগুড়ায় ভুয়া ডিগ্রি ও প্রতারণার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনের...