বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন পাখি শিকারিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ঘুঘু পাখি শিকারের জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের জাল জব্দ ও তাৎক্ষণিক ধ্বংস করা হয়। আজ (২৭ মে) সন্ধ্যা ছয়টায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, শফিকুল ইসলাম (৫০), মহিপুর গ্রামের বাসিন্দা, দীর্ঘদিন ধরে গাছের নিচে ফাঁদ পেতে পাখি শিকার করে আসছিলেন। স্থানীয় পরিবেশ প্রতিরক্ষা সংস্থা উপজেলা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিমের নেতৃত্বে স্থানীয় বন কর্মকর্তা, পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক আবু হানিফ উপস্থিত ছিলেন।
শফিকুল ইসলাম দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮(২) ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা করে। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদালতের কাছে জমা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, জনস্বার্থে বন্যপ্রাণী সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।