বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটক যুবকের নাম আবুল বাশার বিদ্যুৎ (২৮)। তিনি পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা আবদুল লতিফ। বাশার সম্প্রতি চীন থেকে এমবিবিএস শেষ করে দেশে ফিরেছেন বলে তার পরিবার জানিয়েছে।
শেরপুর থানা পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন আবুল বাশারকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
পরদিন বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, আটককৃত আবুল বাশারকে থানার মাধ্যমে রাত পৌনে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।
এদিকে, আটক আবুল বাশারের স্ত্রী মোছা. হুমায়রা হাফসা বলেন, “আমার স্বামী চীনে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করে। গত ২২ জুন আমরা দু’জনেই ছুটিতে দেশে এসেছি। তাকে রাজনৈতিকভাবে হেনস্তা ও একটি দলের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে।”
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “আবুল বাশারের বিদেশ গমন ও অবস্থানের তথ্য যাচাই চলছে। প্রাথমিক তদন্তের স্বার্থে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”