বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান (১) নুরনবী মন্ডল হিটলারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুঘাট ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, ইউপি সদস্যদের অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, আবু সাঈদ, হুমায়ুন কবির বিপ্লব, সিরাজুল ইসলাম, কে এম মানিক, শেখ ফরিদ, ইউপি সদস্য মনজুয়ারা বেগমসহ অনেকে বলেন, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সনদ পেতে ইউপি সদস্যদের স্বাক্ষর প্রয়োজন হয়, কিন্তু তারা পরিষদে অনুপস্থিত থাকায় জনগণ ভোগান্তিতে পড়ছে। তারা দ্রুত কর্মস্থলে ফিরে না এলে পদত্যাগের দাবি জানান।
এদিকে প্যানেল চেয়ারম্যান নুরনবী মন্ডল হিটলার জানান, ইউনিয়নের উন্নয়ন সহায়তা ৬ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা, এডিপি ৫ লাখ টাকা, কাবিটা ৯ লাখ ৪২ হাজার ৭৯২ টাকা, কাবিখা ৮ লাখ ১ হাজার ৭১১ টাকাসহ মোট ৩১ লাখ টাকা বরাদ্দ এসেছে। ইউপি সদস্যরা দেড় মাস ধরে কর্মস্থলে নেই, ফলে এই অর্থ কাজে লাগানো যাচ্ছে না। তিনি অনুপস্থিত ইউপি সদস্যদের দ্রুত পরিষদে ফিরে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত মোশারফ হোসেন, জফের আলী, আর মাহমুদ, গোলাম রব্বানী বুলু, আমিনুল ইসলামসহ অনেকে অভিযোগ করেন, ইউপি সদস্যরা বরাদ্দকৃত অর্থ আত্মসাতের চেষ্টা করেছিল। তারা তা করতে না পেরে কর্মস্থলে আসছেন না বলে দাবি করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইউনিয়নের উন্নয়ন ও স্বাভাবিক পরিষেবা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।