বগুড়ার শেরপুরে একটি রাজনৈতিক সহিংসতার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৮ মে) পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আন্দিকুমড়া গ্রামের মোঃ আজিজুর রহামনের ছেলে রফিকুল ইসলাম ওরফে মাদানী (৫২)। তিনি শাহবন্দেগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান ইউপি সদস্য। শনিবার (১৭ মে) দিবাগত রাত ১২টার দিকে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অপরজন মো: আজাহার আলী সেখ (৭১)। তিনি সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি সদস্য। তার বাড়ি নলুয়া গ্রামে। তাকে আজ বিকাল সাড়ে ৪টার দিকে নলুয়া মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক অতিক্রম করার সময় শেরপুরের ধুনটমোড় এলাকায় হামলার শিকার হয়। এ ঘটনায় রিফাত সরকার (২২) সহ অন্যান্য আন্দোলনকারীরা আহত হন।
এই ঘটনায় আহত রিফাত সরকার গত ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ১৪৭ জন এবং অজ্ঞাতনামা আসামির সংখ্যা ছিল আরও অনেক।
শেরপুর থানার অফিসার ইনচার্জ ইনাচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলায় এজাহারভুক্ত ও প্রাথমিক তদন্তে হামলার সাথে সম্পৃক্ততা পাওয়ায় পৃথকভাবে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।