বগুড়ার শেরপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে নেতাকর্মীরা দলীয় ঐক্য ও আন্দোলনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।
বুধবার (০৭ মে) বিকেলে জেলাপরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাফিজুল আসিফ শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসিম সরকার সাদ্দাম (পাপ্পু)।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
বক্তব্য রাখেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আইন সম্পাদক শ্রী কিশোর প্রতীক চাকি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন, সহ-সভাপতি আল-আমিন সরকার সিফাত।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রূপম, সাঈদ সুলতান সজিব, আসিফ মাহমুদ, শাহ্ আল মোমিন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সেতু, সহ-সভাপতি ইনছান আলী, রাশেদুজ্জামান ওয়াসিম, মোফাচেছরুল ইসলাম শাকিল, মোখলেছুর রহমান, বজলুল করিম টোটন এবং সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু।
সম্মেলনে নেতৃবৃন্দ দলীয় সংগঠনকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।