ষড়যন্ত্রকারীরা জাতীয় (সংসদ) নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, যারা এই ষড়যন্ত্র করছে, তাদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারের নামে কোনও ধরনের টালবাহানা মেনে নেবে না বিএনপি। তাই যত দ্রুত সম্ভব, জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে হবে।
আব্দুল আউয়াল মিন্টুবলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা প্রায় ১ লাখ ৬০ হাজার মামলার আসামি হয়েছেন। অনেকে গুম-খুন ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই দেশের মানুষে ভালো এবং উন্নয়নের জন্য অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।
তিনি আরও বলেন, কেউ যাতে দেশের ভবিষ্যৎ আর রাজনীতি নিয়ে কোনও ষড়যন্ত্র করতে না পারে। সে জন্য অবিলম্বে ভোটের দিন-তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন। যাতে মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনও ষড়যন্ত্র করা হলে কেউ পালানোর পথ পাবেন না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা।