আত্মহত্যার চেষ্টার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও এক হয়েছেন তার স্ত্রী রিয়ামনি। কয়েকদিন আগেও তাদের সম্পর্কে উত্তেজনা ও বিভেদের খবর ছিল, তবে এখন সেই দূরত্বের ইতি টেনে একসঙ্গে পথচলার ইঙ্গিত দিলেন এ দম্পতি।
আত্মহত্যার চেষ্টার আগে হিরো আলম তার তৃতীয় স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে সেই উত্তেজনার রেশ কাটিয়ে দু’জনেই আবার কাছাকাছি এসেছেন বলে মনে করছেন নেটিজেনরা।
মঙ্গলবার (০১ জুলাই) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রিয়ামনি। ছবিতে দেখা যায়, তিনি ও হিরো আলম একসঙ্গে আছেন। তাদের হাতে একটি স্ট্যাম্প, পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান খান। এই ছবি ঘিরেই জল্পনা ছড়ায়, হয়তো আবার ওনতুন করে সম্পর্ক শুরু করেছেন তারা।
ছবির নিচে মন্তব্যের বন্যা বইছে। কেউ লিখেছেন, “অভিনন্দন তোমাদের। নতুন করে জীবন শুরু করো।” কেউ আবার শুভকামনা জানিয়েছেন দাম্পত্য জীবনের জন্য। তবে কেউ কেউ কটাক্ষ করতেও ভোলেননি। পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, “আবার নতুন কোন ফন্দি পাতার চেষ্টা করছো না তো?”
রিয়ামনির এই পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন হিরো আলম।
উল্লেখ্য, এর আগে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন। গত শুক্রবার তিনি বগুড়ার ধুনট উপজেলার এক বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর তার স্ত্রী রিয়ামনি ছুটে যান বগুড়ায় এবং সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন।